বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

আর কত দিন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপোয়




॥ এরশাদ মজুমদার ॥


আমাদের রাষ্ট্রব্যবস্থায় মানবতা ও মানবাধিকার বিষয়টি তেমন গুরুত্ব পায় না। এর আগেও আমি এ বিষয়ে লিখেছি। আমাদের রাষ্ট্র্র মানুষের চেয়ে অনেক বড়। রাষ্ট্রকে আমাদের নেতারা অনেক বেশি মতা দিয়ে ফেলেছেন। মানুষের কল্যাণ ও মঙ্গলের ব্যাপারে আমাদের রাষ্ট্র্রের কোনো দর্শন নেই। রাষ্ট্র্র একটি আধুনিক ব্যবস্থা। জনগণের মতায়ন ও অধিকার প্রতিষ্ঠার চিন্তা থেকেই রাষ্ট্র্রব্যবস্থার জন্ম হয়েছে। বড় বড় দার্শনিক ও রাষ্ট্র্রবিজ্ঞানের পণ্ডিতেরা আধুনিক রাষ্ট্র্রব্যবস্থার প্রচারক ছিলেন। ইতোমধ্যেই এই ব্যবস্থা বেশ পুরনো হয়ে গেছে। কিছু লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও চিন্তকজন এই ব্যবস্থা ঘুণেধরা বুর্জোয়া শোষণকামী ব্যবস্থা বলে গালাগাল দিচ্ছেন। কমিউনিস্ট রাষ্ট্র্রব্যবস্থা মানুষের চাহিদা পূরণ করতে পারেনি। প্রায় এক শ’ বছর ধরে এই ব্যবস্থা নিয়ে কমিউনিস্ট নেতারা পরীা-নিরীা চালিয়েছেন। সোভিয়েত রাশিয়ার পতনের মাধ্যমে কমিউনিস্ট রাষ্ট্রব্যবস্থার ব্যবহারিক দিকের পতন হয়েছে; কিন্তু দর্শন হিসেবে এটা এখনো জীবিত। আমি মনে করি সমাজতান্ত্রিক রাষ্ট্র্রব্যবস্থার চিন্তকেরা ইতিহাসে স্থান করে নিয়েছেন। এই তো ক’দিন আগেই কার্ল মার্কসের দেড় শ’ বছর পালিত হয়েছে। জগদ্বিখ্যাত সমাজতান্ত্রিক বিপ্লবী হিসেবে চে’কে তরুণেরা ভুলতে পারে না। চে’র ছবিওয়ালা টি-শার্ট এখনো তরুণদের খুবই প্রিয়। ইয়েমেনের তরুণেরাও চে’র ছবি নিয়ে মিছিল করছে। 
কার্ল মার্কস নিজেই ইসলামকে রেডিক্যাল ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগেও আমি বলেছি, মার্কস যদি পুরো কুরআন শরীফ পড়তেন, তাহলে হয়তো তিনি ডাস ক্যাপিটাল এভাবে রচনা না করে কিছুটা আরো মানবিক করে তুলতে পারতেন। পবিত্র কুরআন শরীফে আল্লাহ ও বান্দাহ সম্পর্কিত আয়াত বা বাণী অতি অল্প। জগতের সব ধর্মীয় কিতাবই দাবি করেছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। সব ধর্মের মানুষই বিশ্বাস করে মানুষ আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, ইলোহা, ইলাহা কর্তৃক সৃষ্ট। কিতাবও এসেছে যুগে যুগে। শেষ কিতাব হচ্ছে আল কুরআন। কিছু মানুষ পুরনো কিতাব এবং এর ধ্যানধারণাকে আঁকড়ে ধরে আছে। নতুন কিতাব আল কুরআনের আবেদনকে মেনে নেয়নি। হয়তো এটাই মানুষের ভাগ্য। সেমিটিক ধর্মগুলো মূলত একই সূত্রে গ্রথিত। মূল সুর একই। হজরত ইবরাহিম সব জাতিরই পিতা। একই পিতার সন্তানেরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। একে অন্যের সাথে মারামারি করছে। এমনকি আল কুরআন ও হজরত মুহাম্মদে যারা ঈমান এনেছেন তাদের ভেতরও অনেক বিভক্তি।
ইসলামকে ধর্ম মনে না করে একটা সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে মনে করেও নতুন দুনিয়ার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে। এর মধ্যে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা ইতোমধ্যেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অন্য ধর্মাবলম্বীরাও ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে মেনে নিয়েছে। ইসলামে রাষ্ট্রব্যবস্থা, বিচার, চিকিৎসা, শিা, কৃষি, শিল্প, নির্বাচন, সরকার গঠন, প্রশাসন, সম্পদ বণ্টন, ওয়ারিশয়ানাসহ সব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে। এসব বিষয়ে গবেষণার দুয়ারও খোলা রাখা হয়েছে। দেড় হাজার বছর আগে ইসলামই প্রথম মানবতা ও মানবাধিকার নিয়ে কথা বলেছে। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সা: এ জগতে সর্বপ্রথম অধিকারহারা সাধারণ মানুষের রাষ্ট্র্র প্রতিষ্ঠা করেন। সেই রাষ্ট্র্র শুধু মুসলমানদের জন্য ছিল না। সেই রাষ্ট্রে সব ধর্মমতের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময়ে সাধারণ মানুষের অধিকার বা রাষ্ট্রের কোনো ধারণাই ছিল না। মুসলমানেরা সে ধরনের কোনো রাষ্ট্র্র আজো প্রতিষ্ঠা করতে পারেনি। পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র্র প্রতিষ্ঠিত হয়নি। যেমন আমাদের রাষ্ট্র্র বাংলাদেশ। এ রাষ্ট্রের কোনো দর্শন বা আদর্শ আমি দেখতে পাই না। বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানতম সমস্যা হলো এ দেশের মানুষ মুসলমান। হাজার বছর ধরেই মুসলমান। সামাজিক মর্যাদা, সম-অধিকার পাওয়ার আশাতেই তখনকার মজলুম মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। এর আগে ধর্মীয় বর্ণবাদ তাদের শোষণ করত। তখন ইসলামের মতো প্রগতিশীল আর কোনো ধর্ম, মতবাদ বা দর্শন ছিল না। তখন সমাজে সাধারণ মানুষ মুক্ত ছিল না। রাষ্ট্রও ছিল না, গণতন্ত্রও ছিল না। মতাবানেরাই দেশ ও সমাজ চালাত। যার শক্তি ছিল সেই ছিল শাসক বা রাজা-বাদশাহ। আধুনিক রাষ্ট্র্রব্যবস্থার ধারণা নিয়ে এসেছে ইংরেজেরা এ দেশে, যা অচল হতে চলেছে। নতুন কোনো ব্যবস্থা দৃশ্যমান নয় বলেই পুরনো অচল ব্যবস্থাটাই চলছে। আমাদের বাংলাদেশ ওই পুরনো ব্যবস্থাতেই চলছে। যে ব্যবস্থায় এক ভোট বেশি পেয়েই একজন নির্বাচিত হন। সংসদের এক সিট বেশি থাকলেই একটি দল বা গ্রুপ মতা দখল করে। ভোট পাওয়ার প্রশ্নে কোনো নিয়মনীতি বা নৈতিকতার ব্যাপার নেই। সোজা কথায় ভোট পেলেই হলো। কিভাবে পেয়েছে তা বিবেচ্য বা বিচার্য বিষয় নয়। নেতা নির্বাচনে নৈতিকতার বিষয়টা এখন আর কোনো গুরুত্ব্পূর্ণ বিষয় নয়। নেতার গুণের বিষয়টাও গুরুত্বপূর্ণ নয়। ভোট পেলেই হলো। ফলে আমাদের জাতীয় সংসদে এখন আর তেমন ভালো মানুষ নেই। ’৪৬ বা ’৫৪-তে যারা নির্বাচিত হয়েছিলেন এখন সে ধরনের মানুষের কোনো প্রয়োজন নেই। নমিনেশনের সময়ই বলা হয় টাকা না থাকলে নমিনেশন পাওয়া যাবে না। তাহলে আমরা জানতে পারলাম এক নম্বর যোগ্যতা টাকা। তারপরের যোগ্যতা কত মোটরসাইকেল, জিপ আর অস্ত্র আছে। সর্বশেষ যোগ্যতা হলো প্রার্থীর নিয়ন্ত্রণে কত মাস্তান আছে। একসময় নির্বাচনে প্রার্থীরা ছিলেন উকিল ও সমাজসেবী। এখন যেকোনো লোকই হতে পারেন। একবার নির্বাচিত হলেই তিনি বা তারা সমাজের এলিটে পরিণত হন। আর নির্বাচিত না হলেও তারা সাবেক এমপি, মন্ত্রী ও উপদেষ্টা। সবার বাড়ির সামনে নেমপ্লেট থাকে সাবেক অমুক। তাদের ছেলেমেয়দেরও সমাজে দাম বাড়ে। আমাদের মতো দেশে যারা মতায় থাকবেন তাদের মানবাধিকার থাকবে। আর থাকবে রাষ্ট্রের ও রাষ্ট্রের কর্মচারীদের। আপনি যদি ক্ষমতার বাইরে থাকেন তাহলে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আরো যারা আছে সবাই গায়ে হাত তুলতে পারবে। আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে পারবে। আপনি সাবেক মন্ত্রী বা প্রধানমন্ত্রী হলেও কিছু আসে যায় না। আপনারা নিয়মিত টিভিতে দেখেন পুলিশের কী মতা আছে! পুলিশ সরকার, সরকারের আমলা, সরকারের সব রকমের শালা ছাড়া সবার গায়ে হাত তোলার অধিকার রাখে। পুলিশ খুব বিনয়ের সাথে বলবে, স্যার, আমরা রাষ্ট্রের গোলাম, আর রাষ্ট্র্র চালায় সরকার। রাষ্ট্রের আইন আর সরকারের নির্দেশেই আমরা আপনাদের গায়ে হাত তুলি। বলতে পারেন আমরা জনগণের খাদেম। জনগণের প্রতিনিধি হলেন নির্বাচিত সরকার। আরো বলবে, স্যার, রাষ্ট্র্র আর সরকারের খেদমত করা মানেই মানবতার খেদমত করা আর মানবাধিকার রা করা। আপনি যদি বলেন সংবিধান আমার সব মৌলিক অধিকার রক্ষা করছে। তখন পুলিশ অফিসার বলবে, স্যার, ওসব কাগুজে কথা। কাগজে তো কত কথাই লেখা থাকে। শুধু কাগজে থাকলেই কি দখলি স্বত্ব থাকে? না, থাকে না। এই তো দেখুন না, বিরোধী দলের চিফ হুইফ জয়নুল আবদিনের কী হাল হয়েছিল? তাকে যে পুলিশ অফিসার কিলঘুষি মেরেছিলেন তিনি প্রমোশন পেয়ে গেছেন। রাজনীতিতেও তাই, যিনি যত বেশি পুলিশের কিলঘুষি খাবেন তিনি তত বেশি উন্নতি লাভ করবেন। এই তো দেখুন না, সরকারি দলের এক নেত্রী যখন বিরোধী দলে ছিলেন, তখন বিনা কারণেই রাস্তায় শুয়ে পড়তেন। তিনি তো এখন খুবই সম্মানিত একজন মন্ত্রী। আপনারা মার খেয়ে, জেলে গিয়ে মন্ত্রী হন, আর আমরা মার দিয়ে, জেলে পাঠিয়ে প্রমোশন পাই। একেই বলে রাষ্ট্র্রব্যবস্থা। রাষ্ট্র্র থাকলে তার কতগুলো পোশাক থাকতে হয়। তেমনি পোশাক হলো মানবতা, মানবাধিকার, আইন আদালত ও সংসদ। রাষ্ট্র্র থাকলে সভ্য বলে গণ্য হওয়ার জন্য এসব রাখতে হবে এবং পরতে হবে। এই তো দেখুন না নামজাদা ঔপন্যাসিক হুমায়ূন আহমদ বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস লিখতে গিয়ে ফেঁসে গেছেন। আদালত উপন্যাসটি শুদ্ধ করে লেখার জন্য নির্দেশ দিয়েছেন। দেয়াল নামক ইতিহাসভিত্তিক উপন্যাসটি লেখার জন্য প্রকাশক হয়তো অগ্রিম দিয়ে বসে আছেন। এ ছাড়া হুমায়ূন ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে থাকার সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রচুর ভালোবাসা পেয়েছেন বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। হয়তো ভালোবাসার প্রতিদান দিতে গিয়েই এখন আদালতের ভালোবাসা নিতে হচ্ছে।
এই তো দেখুন, ক’দিন আগে বিরোধী জোটের ৩০-৩৫ জন নেতাকে জেলে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও বোমা ফাটানোর অভিযোগ এনেছে পুলিশ। আগেই বলেছি পুলিশ যারা মতায় থাকেন তাদের জন্য কাজ করেন। যদিও মাঝে মাঝে সরকারি কর্মচারীরা বলেন, আমরা রাষ্ট্রের কর্মচারী, কারো ভৃত্য নই। রাষ্ট্র্র যেহেতু যে বেশি ভোট পায় সেই চালায় তাই পুলিশসহ সব বাহিনী তাদের কথা শোনে। এখানে মানবাধিকার বা মানবতার কথা আসবে কেন। সরকার তো মানবতা আর মানবাধিকারের জন্য কাজ করছে। তাহলে সরকার বা তার বেতনভুক কর্মচারীরা শব্দ দু’টি লঙ্ঘন করবেন কেমন করে। যিনি বা যারা রা করেন তিনি বা তারা কিভাবে লঙ্ঘন-ভঙ্গন করবেন। সোজা কথায় বলা যেতে পারে পুলিশ ও সরকারি বাহিনী মনে করে সরকারের সমালোচক বা বিরোধী দলকে পেটানো, তাদের বিরুদ্ধে মামলা দেয়া তাদের পবিত্র দায়িত্ব। তারা তো এ কাজটি ব্রিটিশ আমল থেকেই করে আসছেন। ’৫২ সালের ভাষা আন্দোলন, ’৬৯-এর গণ- অভ্যুত্থানের সময়ও পুলিশ বাহিনী এ কাজটি খুবই দতার সাথে করেছে। আইন-আদালত তো ব্রিটিশ আমলেরই রয়ে গেছে। তাই আইনের কাছে সবার হাত-পা বাঁধা। চলমান আওয়ামী লীগ সরকার তো মহান পবিত্র মুক্তিযুদ্ধের সরকার। এ সরকারের সাথে নানা ধরনের পবিত্রতার সম্পর্ক রয়েছে। এই পবিত্রতা নিয়ে কোনো কথা বলা যাবে না। আমাদের আদালতও এখন মুক্তিযুদ্ধের আদালত। তাই বলতে হবে মহান মুক্তিযুদ্ধ, মহান আদালত, মহান বিচারপতি। এত দিন আমরা শুধু বলতাম মহান সেনাবাহিনী, এখন সবার নামের আগে মহান বা পবিত্র লেখা ভালো হবে বা মানানসই হবে। ব্রিটিশ আমলে মহান বা মহামান্য সরকার বাহাদুর বলে অনেকেই দামি দামি খেতাব পেয়েছেন। এখনো মহান মহামান্য সরকার বাহাদুর বললে সরকার খুশি হয় এবং নানা রকম পদক ও সম্মানী দেয়। হাজার হাজার বছর আগেও এসব রেওয়াজ ছিল। তখন রাজা-বাদশাহ ও শাসকদের গুণগ্রাহী খুবই কম ছিলেন। কারণ বেশির ভাগ প্রজা বা মানুষ ছিলেন অবোধ-অচেতন এবং অধিকারহারা। তারা জানতেন না মানবতা বা মানবাধিকার কাকে বলে। তারা জানতেন না প্রজা হিসেবে তাদের কোনো মতা আছে কি না। সাধারণ মানুষের ধারণা ছিল রাজা আর পারিষদ দেশ চালাবেন। এতে প্রজার কী করার আছে। প্রজারা কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গ্রামের একজন চৌকিদারই ছিলেন সরকার বা বাদশাহর প্রতিনিধি।
মানবজাতির জন্য নির্ধারিত ও নির্দেশিত কিতাব আল কুরআন দেড় হাজার বছর আগেই ঘোষণা করেছে জগতে মানুষের চেয়ে বড় কিছু নেই। মানুষই শ্রেষ্ঠ, তাহার উপরে নেই। মানুষ তার স্রষ্টা ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মানুষকে পদানত করার জন্য যুগে যুগে হাজার বছর ধরে শক্তিমানেরা চেষ্টা চালিয়ে গেছে। সবাই মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে পরাজিত হয়েছে। কিন্তু শক্তিমানেরা যত দিন শক্তি থাকে, তত দিন এই সত্যটি বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। মানুষের সার্বভৌমত্ব স্বাধীনতার এই খবরটি সুস্পষ্টভাবে আজো মানুষের কাছে পৌঁছেনি। এর মানে আল কুরআনের এই মহান বাণী জগতের ঘরে ঘরে পৌঁছেনি। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সা:-এর বাণী আজো সব মানুষের কাছে পৌঁছেনি। তাই মানুষের অন্তরের সব অন্ধকার আজো দূরীভূত হয়নি। প্রকৃতিগতভাবেই মানুষ স্বাধীন। তার চিন্তার স্বাধীনতা আরশিল আজিম পর্যন্ত। সেই মানুষকে শক্তির জোরে, খোদা বিরোধী আইনের জোরে যারা পরাভূত করে রাখতে চায় তারা খোদাদ্রোহী। তারা ফেরাউন, নমরুদ আর সাজ্জাদের বংশধর। কুরআন জানলেই মানুষ স্বাধীন হয়ে যাবে। জগতের কোনো কিছুই মানুষকে আর শৃঙ্খলিত করতে পারবে না। কুরআনের কাজ শুধু ভালো মানুষকে বেহেশত দান করা নয়। কুরআনের কাজ হচ্ছে, জগতে মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। শুধু অল্পসংখ্যক মানুষ কুরআনের মর্মবাণী বুঝতে পেরেছে। তাই বিশ্বের সব ফেরাউন আজ ঐক্যবদ্ধ হয়েছে কুরআনের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে ও মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে। ফেরাউনি শক্তির ছায়া ও বাতাস বাংলাদেশেও এসে পৌঁছেছে। বুশ বা ওবামা ‘জিহাদ’ শব্দটিকে ভয় পান। বাংলাদেশেও শয়তানি শক্তি এই শব্দটিকে ভয় পায়। আপনারা প্রায়ই শুনবেন পুলিশ জিহাদি বইসহ অমুক জায়গা থেকে অতজনকে আটক করেছে। সেই জায়গায় বহু জিহাদি বই পাওয়া গেছে। কিন্তু আমরা জানি না ওই জিহাদি বইগুলো কী? ৫০ থেকে ৬০ দশকের দিকে আমরা যখন স্কুলে-কলেজে পড়তাম তখন ‘সোভিয়েত দেশ’ বা ‘পিকিং রিভিউ’ হাতে দেখলেই পুলিশ তাড়া করত। তখন বিশ্বব্যাপী সরকারগুলো কমিউনিজমকে ভয় পেত। ভাবতো এসব বই পড়লেই পোলাপাইন নষ্ট হয়ে যাবে। বাবা-মায়েরাও তাই মনে করতেন। পত্রপত্রিকাগুলোও ‘লালমিয়া’ বলে গালাগাল দিত। বিশ্বের ফেরাউনি শক্তি এখন ইসলাম ও কুরআনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আল কুরআন নাকি মানুষকে সন্ত্রাসী করে তোলে। বিদ্রোহ-বিপ্লবের কথা বাদ দিয়ে কুরআন তাফসির বা ব্যাখ্যা করতে পরামর্শ দেয়া হচ্ছে। মুসলমান ও অমুসলমান সব সরকারই মনে করে কুরআনের জিহাদি আয়াতগুলো বাদ রাখা দরকার। ‘জালেমের বিরুদ্ধে মজলুমের বিদ্রোহ ফরজ।’ এটাই হচ্ছে আল কুরআনের পবিত্র বাণী। আল কুরআন হচ্ছে গণমানুষের মুক্তির সনদ।
আমাদের দেশটি আল্লাহর আইনে চলে না। চলে ব্রিটিশ আইন মোতাবেক। এসব কথা এর আগেও আমি আমার কলামে বহুবার বলেছি। সোনার বাংলার আদালত, বিচারব্যবস্থা, সরকারব্যবস্থা, সংসদÑ সব কিছুই চলে ব্রিটিশ আইনে। এ দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। বেশির ভাগ মানুষ নিরর ও দরিদ্র। নিজেদের অধিকার সম্পর্কে তারা অবহিত নন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই একদিন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু অধিকার প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪০ বছর পার হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষের মুক্তি আসেনি। এমন রাষ্ট্র্রব্যবস্থায় মজলুমের মুক্তি নেই এ কথা তারা জানেন না। যে আলেম-ওলামারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন তাদের উত্তরসূরিরা এখন কোথায়? রাষ্ট্র্র স্বাধীন হলেই মানুষ স্বাধীন হয় না। তার বড় প্রমাণ পাকিস্তান ও বাংলাদেশ। বিশ্বে আরো বহু দেশ আছে যেখানে ভূগোল আর কিছু নেতা স্বাধীন হয়েছে, কিন্তু মানুষ স্বাধীন হয়নি। এ কথা এখন নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেছে যে, রাষ্ট্র্র স্বাধীন হলেই মানুষ স্বাধীন হয় না। প্রচলিত ধ্যানধারণা দিয়ে মানুষের সামগ্রিক মুক্তি কখনোই আসবে না। সরকারগুলো রাজা-বাদশাহ আর ফেরাউনদের প্রতিনিধি। সেই প্রতিনিধিদের আড্ডাখানা হলো জাতিসঙ্ঘ, বিশ্বব্যাংক, আইএমএফ ইত্যাদি।
চলমান সরকারের জুলুম-নির্যাতন নিয়ে আমি তেমন মাথা ঘামাই না। দেশের প্রচলিত আইনই সরকারকে জুলুমবাজ করে তুলেছে। মানুষের নামে মানুষের কল্যাণের জন্য যেসব আইন তৈরি হয়েছে তা কখনোই মানুষের পে ছিল না, এখনো নেই। বারবার করে বলছি, বলেছি চলমান আইন দিয়ে এ দেশে কখনোই মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এ দেশে সংসদকে বলা হয় সার্বভৌম। যেখানে নিয়মিত মানুষের বিরুদ্ধে আইন পাস হয়। যেখানে দিন-রাত অসত্য বাক্য বিনিময় হয়। আদালতেও মিথ্যা স্যা সত্য হিসেবে গৃহীত হয়। এমন সব আদালত যেখানে কোনো গরিব কোনো দিনও পৌঁছতে পারে না। কোন দল ভালো আর কোন দল মন্দ একজন কলাম লেখক হিসেবে এটা বিবেচনার দায়িত্ব আমার নয়। এখন মনে হচ্ছে চলমান সরকারের মতো এত অত্যাচার এর আগে কোনো সরকারই করেনি। এ কথা আমরা সব সময়ই বলে থাকি। আমি মনে করি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কলম ধরাই আমার প্রথম ও প্রধান কাজ। বাংলাদেশকে গণমানুষের রাষ্ট্রে পরিণত করতে হবে। সাধারণ মানুষ যখন বুঝবে এ রাষ্ট্রটা তার তখন সব দিক থেকেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। জানি না, বাংলাদেশ গণমানুষের রাষ্ট্রে পরিণত হতে আর কত দিন লাগবে? 
লেখক : কবি ও সাংবাদিক
ershadmz40@yahoo.com

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

পৃথিবীর দরিদ্রতম মানুষটি কে?




॥ এরশাদ মজুমদার ॥

পৃথিবীর দারিদ্রতম মানুষটি কে এ বিষয়ে আমার কোনো চিন্তাভাবনা কখনোই ছিল না। আমার মুরব্বি বিশিষ্ট ব্যাংকার মুজিবুল হায়দার চৌধুরী চিন্তাটি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোথাও কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। দারিদ্র্য নিয়ে আমাদের রাজনীতিক, অর্থনীতিক, দার্শনিক আর চিন্তকদের চিন্তার আর গবেষণার শেষ নেই। দরিদ্র কাকে বলে, দারিদ্র্য কত প্রকার, কী হলে একজন মানুষকে দরিদ্র বলা যাবে এসব কথা বলা হয়ে গেছে। শত শত বই লেখা হয়ে গেছে। ধনী দেশগুলো নানাভাবে দরিদ্র দেশগুলোকে ঋণ দিচ্ছে, সাহায্য দিচ্ছে। কিন্তু পৃথিবীর দরিদ্র মানুষের সংখ্যা কমছে না। ৭০০ কোটি মানুষের এ পৃথিবীতে ৫০০ কোটি মানুষ দরিদ্র বা হতদরিদ্র। বিশ্বব্যাংকের বদৌলতে আমরা ইতোমধ্যে বহু নতুন শব্দ জানতে ও শিখতে পেরেছি। লেখক, সাংবাদিক, গবেষক, বুদ্ধিজীবীরা নিয়মিত বা হরহামেশা এসব শব্দ ব্যবহার করছেন। গত ৬৩ বছর ধরে আমরা দারিদ্র্যের কথা শুনে আসছি। দারিদ্র্য কমানোর জন্য কোথাও কারো কোনো চেষ্টার ত্রুটি নেই। কিন্তু দারিদ্র্য কমে না। এর রহস্য কী, কে বলতে পারবে? আমাদের প্রিয় পৃথিবীটা কি তাহলে একদিন এমন বিশাল দারিদ্র্য নিয়েই বিলীন হয়ে যাবে? আমার তো মনে হয় না এ জীবনে দারিদ্র্যমুক্ত একটি পৃথিবী দেখে যেতে পারব।
পৃথিবীতে এখনো যে সম্পদ আছে তার পূর্ণাঙ্গ ব্যবহার হয়নি। যেটুকু সম্পদ ব্যবহার হচ্ছে তার ৯৯ শতাংশেই চলে যাচ্ছে ধনী ও মতাবানদের কাছে। মতাবান আর ধনী দেশগুলো এ জনসম্পদ দিয়ে কী করছে? বেশির ভাগ উদ্বৃত্ত সম্পদ ব্যবহার হচ্ছে যুদ্ধে, সাধারণ মানুষকে হত্যা করার জন্য। সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় অকুপাই আন্দোলন হয়েছে। এ আন্দোলনে বহু মানুষ আহত ও নিহত হয়েছে। অকুপাই আন্দোলনের নেতাদের দাবি ছিল পৃথিবীর ৯৯ শতাংশ সম্পদের মালিকানা চলে গেছে এক ভাগ মানুষের কাছে। সেই এক ভাগ মানুষই পৃথিবীটাকে চালাচ্ছে। জগৎব্যাপী অশান্তি সৃষ্টি করে রেখেছে। তারাই জাতিসঙ্ঘকে নিয়ন্ত্রণ করে। জাতিসঙ্ঘ তাদেরই কথামতো চলে। জাতিসঙ্ঘই যুদ্ধের অনুমতি দেয়। আফগানিস্তানে যুদ্ধ চলছে অনেক বছর ধরে। এ যুদ্ধের কারণ কী, কেন এ যুদ্ধ চলছে কেউ বলতে পারে না। যুদ্ধের ফলাফল কী হবে তা আমরা সবাই জানি। ওবামা প্রশাসন এখন তালেবানদের সাথে আলোচনা শুরু করেছে। এই তো ৩০-৪০ বছর আগেও পৃথিবীর অবস্থা এমন ছিল না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা এবং তার দোসররা এমন বেপরোয়া হয়ে উঠেছে, যখন খুশি যেখানে সেখানে যুদ্ধ বাধিয়ে দিচ্ছে। এক সময় আমেরিকা এবং তার মিত্ররা কমিউনিজমকে ধ্বংস বা প্রতিহত করার জন্য লাখ লাখ মানুষকে হত্যা করেছে। তখন ইসলাম বা বেকুব মুসলমানেরা ছিল তাদের বন্ধু। কমিউনিজম দমনের জন্য মুসলমানেরা অন্ধের মতো পশ্চিমাদের সমর্থন করেছে। আজ সেই পশ্চিমারাই সন্ত্রাস দমনের নামে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের এই যুদ্ধে বাংলাদেশের সরকারগুলোও সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশের একশ্রেণীর বামপন্থী আর বুদ্ধিজীবীরা আমেরিকার এই ভাঁওতাবাজিকে সমর্থন দিয়ে যাচ্ছে। সন্ত্রাস দমনের নামে ইসলামকে ধ্বংস করার এ উদ্যোগকে সমর্থন করার জন্য বিভিন্ন দেশকে আমেরিকা অর্থসাহায্য দিচ্ছে।
ক’দিন আগে নোবেল বিজয়ী জার্মান কবি গুন্টার গ্রাস একটি কবিতা লিখে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন। মনের যাতনায় জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই কবিতা লিখেছেন। সারা বিশ্বের বিখ্যাত কাগজগুলো তার ওই কবিতার অনুবাদ প্রকাশ করে তোলপাড় সৃষ্টি করেছে। আমিও উদ্বুদ্ধ হয়ে তার সেই কবিতা অনুবাদ করেছি। এই মহান কবি বলেছেন, সত্য কথা না বলে এতদিন চুপ থাকার জন্য তিনি এখন অনুতপ্ত। তিনি নিজেকে অপরাধী সাব্যস্ত করে নিন্দা করেছেন। গ্রাস তার কবিতায় যে সত্য কথাটি তুলে ধরেছেন তা হলো, ইসরাইলের কাছে আণবিক বোমা আছে, কিন্তু তা নিয়ে শক্তিধরেরা কোনো উচ্চবাচ্য করছে না। ইরান আণবিক বোমা তৈরি করছে এই সন্দেহে ইরানের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রাস এ ব্যাপারে নিজের দেশ জার্মানিরও সমালোচনা করেছেন। বিশ্বের চলমান অশান্তির জন্য গ্রাস শক্তিধর দেশগুলোকে দায়ী করেছেন। মতার লড়াই ও অন্যকে নিজের প্রভাবে রাখা হাজার বছর আগেও ছিল। বিশ্ব জয় করে সেকান্দর বাদশাহ বা আলেক্সান্ডার ‘গ্রেট’ টাইটেল পেয়েছিলেন। একসময় বলা হতো বীরভোগ্যা বসুন্ধরা। বা জোর যার মুল্লুক তার। সেসব যুগ বা শতাব্দী পেরিয়ে মানুষ নাকি সভ্য হয়েছে। বিশ্বসভ্য হয়েছে এ ধারণাটা একেবারেই মিথ্যা। পুরো বিশ্বটাকে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকা তার পদলেহী দোসরেরা ভয়ভীতি দেখিয়ে দমন করে রেখেছে। আপনারা নিজেরাই দেখছেন, বাংলাদেশ গরিব ও দুর্বল হওয়ার কারণে শক্তিশালী দেশগুলো কী ধরনে ব্যবহার করছে। সত্যি কথা বলতে কী চলমান বিশ্বের অবস্থা দেখে আমার হয় না আমরা সভ্যজগতে বাস করছে।
শত চেষ্টা করেও আমরা গত ৬৩ বছরে আমরা দেশের মানুষকে দারিদ্র্যের ভয়াল অবস্থা থেকে মুক্তি দিতে পারেননি। কারণ আমাদের রাজনীতিক ও আমলারা সাধারণ মানুষের উন্নতির দর্শনে বিশ্বাস করেন না। কৃষক শ্রমিকদের নিয়ে রাজনীতি আমাদের দেশে খুবই জনপ্রিয়। এতে অতি অল্প সময়ে রাজনীতিকেরা জনপ্রিয় হতে পারেন। আমার রাজনীতিক বন্ধুরা বলে, তুমি আসলে কি তা রাজনীতিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। জনগণ তোমার সম্পর্কে কী ভাবছে বা তোমাকে কিভাবে দেখছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ধরে নাও, তুমি দরবেশ নও, তবুও লোকে তোমাকে দরবেশ মনে করে। রাজনীতিতে এটা একধরনের ধোঁকাবাজি। মানে বাইরের খোলসটাই আসল। বাংলাদেশে ১৬ কোটি মানুষ, সব দল মিলে রাজনীতির সাথে সরাসরি জড়িত মাত্র কয়েক লাখ মানুষ। বাকি সব মানুষ ভোটার। কেউ নৌকা আর কেউ ধানের শীষ। কেউ জিয়া আর কেউ শেখ মুজিব। দেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করতে এত সময় লাগার কথা নয়। কিন্তু দারিদ্র্য আমাদের ছেড়ে যাচ্ছে না। এর মানে আমাদের রাষ্ট্রনীতি ও সরকার ব্যবস্থাপনায় কোথাও গলদ রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দণি কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম যদি সার্বিকভাবে উন্নতি করতে পারে তাহলে বাংলাদেশ পারে না কেন? এ ব্যাপারে ভাবার সময় এসে গেছে। আর দেরি করলে আমরা অন্ধকারে ডুবে যাব। এ কথা সত্যি, ইংরেজরা আমাদের ১৯০ বছর শোষণ করেছে। এ দেশের সম্পদ লুণ্ঠন করে লন্ডন নিয়ে গেছে। উইলিয়াম হান্টারের বই পড়লেই বুঝতে পারবেন এ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে মুসলমানেরা কিভাবে শোষিত হয়েছে। এরপর পাকিস্তানের ২৩ বছরেও এ দেশের মানুষ শোষিত হয়েছে। বাংলাদেশের ৪০ বছরেও সাধারণ মানুষ সীমাহীনভাবে শোষিত হয়েছে। পুঁজির বিকাশের নামে একশ্রেণীর লোককে রাতারাতি নোংরা ধনীতে পরিণত করা হয়েছে। ১৯৮২ সালে ব্যাংক করার সময় মাত্র তিন কোটি টাকা জোগাড় করতে ২৫-২৬ জন উদ্যোক্তাকে জড়ো করতে হয়েছে। এর ভেতরেও কয়েকজন ভুয়া চেক দিয়ে ডিরেক্টর হয়েছে। তখন প্রশ্ন উঠেছিল আয়কর নিয়ে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হলো, যদি আয়করের বিষয় জানতে চাওয়া হয় তাহলে ব্যাংক হবে না। আয়করের বিষয়টা পরে দেখা যাবে। এভাবেই প্রথম প্রজন্মের ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এক হাজার কোটি মূলধন দিয়ে একা ব্যাংক করতে চান অনেকেই। চলতি সরকারও রাজনৈতিক কারণে কয়েকটি ব্যাংকের অনুমতি দিয়েছে। সমাজের সুবিধাভোগীদের সরকার নানাভাবে সহযোগিতা করে থাকেন। গরিব মানুষের জমি দখল করে কম দামে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা। যে জমির দাম খোলাবাজারে এক কোটি টাকা তা সরকার বিক্রি করেন পাঁচ লাখ টাকায়। এর মানে নিজেদের লোককে রাতারাতি কোটিপতি বানিয়ে দেয়া।
১৯৭০ সালে যে শ্রমিকের মজুরি ছিল দৈনিক দুই টাকা তার মজুরি এখন ৩০০-৪০০ টাকায় দাঁড়িয়েছে। কিন্তু ওই একই যে মানুষটার মাসিক বেতন ৩০০-৪০০ টাকা ছিল এখন তার সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি। ব্যাংকের কেরানি হয়েছে ব্যাংকের চেয়ারম্যান। অবাঙালি ২২ পরিবারের পোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এখন ২২ হাজার পরিবার আমাদের শোষণ করছে। এ শোষণের সাথে সরকার ও রাজনৈতিক দলগুলোও জড়িত। বঙ্গবন্ধু সমাজতন্ত্র কায়েম করবেন বলেই ছোট ব্যবসায় থেকে বড় বড় শিল্পকারখানা জাতীয়করণ করেছিলেন। বেসরকারি খাতে পুঁজি বিনিয়োগকে তিনি নিরুৎসাহিত করেছেন। কিন্তু তিনি তা করতে পারেননি। তার সময়েই দুর্বল খাদ্য ব্যবস্থাপনার কারণে দেশে দুর্ভি হয়েছিল। দুঃখ করে তিনি বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। তার আমলেই সর্বোচ্চ পুঁজি বিনিয়োগের সীমা ছিল ১০ লাখ টাকা। দুই বছরের মাথায় সেই সীমা বাড়িয়ে তিন কোটি টাকা করতে হয়েছিল। রাষ্ট্রায়ত্ত সব কলকারখানায় সীমাহীন লুটপাট করেই একশ্রেণীর মানুষ পুঁজিপতি হয়েছিল। এসব পুঁজিপতির মূলধন এসেছিল লুটপাট থেকে। ’৭১ সালের ১৬ থেকে ১৮ ডিসেম্বর যারা বাংলাদেশ ব্যাংকের (সে সময়ের স্টেট ব্যাংক) টাকা লুট করেছিল তারাও আজ বিরাট শিল্পপতি এবং জাতিকে কিভাবে দেশের উন্নতি করতে হবে সে ব্যাপারে সবক দেয়। আমি ধন বা পুঁজি সৃষ্টির বিরুদ্ধে নই। কিন্তু রাষ্ট্র বা গরিব মানুষকে শোষণ করে নোংরা সম্পদের পাহাড় গড়ে তা কোনো সমাজব্যবস্থা চাইতে পারে না। বাংলাদেশের পুঁজিপতিরা এখন কাউকেই তোয়াক্কা করে না। কোথাও কোনো বাধা দেখলে বা এলে তাকে শক্তি দিয়ে প্রতিহত করে অথবা টাকা দিয়ে বশে আনে। সব ধনীর সাথে রাজনৈতিক দলগুলোর সখ্য আছে। মতায় যে দলই আসুক তাতে তাদের কোনো অসুবিধা হয় না। ফলে রাষ্ট্র ধনীদের দাসে পরিণত হয়। একদিকে অভ্যন্তরীণ ধনীদের চাপ, অন্য দিকে বাইরের মতাবান রাষ্ট্রের চাপ। এই তো দেখুন এক সপ্তাহের মধ্যেই জাপন, ভারত ও আমেরিকার নেতারা বাংলাদেশ সফর করে গেলেন। সবাই বলছে, আমরা কিছু নিতে আসিনি, দিতে এসেছি। হিলারি তো প্রায় সবার সাথেই দেখা করেছেন। এমন গরিব দেশে বড় বড় মেহমানের আগমন সাধারণ মানুষের মনে নানারকম প্রশ্নের সৃষ্টি করেছে।
পৃথিবীর শক্তিধর দেশ বলে বহুল পরিচিত আমেরিকাতেও মানুষ ফুটপাথে থাকে। তাদের কোনো কাজ নেই। তারা হোমলেস বলে পরিচিত। এ রকম লোক আছে কয়েক লাখ। সেই আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাস আর যুদ্ধ করে বেড়াচ্ছে। কিন্তু কেন? শুধু আমেরিকার মতাবানদের রা করার জন্য। ওই দেশের কিছু কাগজ ও মিডিয়া আছে যারা প্রতি বছরই ধনীদের তালিকা করে। এসব তালিকায় বিল গেটসের মতো ভালো মানুষের নামও আছে। চলতি বছর বিল ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। প্রথম স্থানে আছেন মেক্সিকোর এক ভদ্রলোকের নাম। কিন্তু ওই মিডিয়াকে যদি বলা হয়, পৃথিবীর দরিদ্রতম মানুষটির নাম বলুন, তারা কি তা পারবেন? না পারবেন না। কারণ দরিদ্রতম মানুষ তো একজন বা একশ’ জন নন। কয়েক শ’ কোটি লোক দরিদ্রতম। এমনকি পৃথিবীতে দরিদ্রতম দেশের তালিকাও প্রকাশ করা হয়। যার মধ্যে আমাদের প্রিয়তম দেশটিও আছে। এক সময় আমাদের এই দেশটি সুজলা সুফলা ছিল। বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল। সারা বিশ্বের সওদাগরেরা এ দেশে এসেছে ব্যবসায় করার জন্য। শেষ পর্যন্ত ইংরেজরা ব্যবসায়ের নাম করে এ দেশটি দখল করে নেয় এবং ১৯০ বছর ধরে লুণ্ঠন করে। অখণ্ড বাংলার লুণ্ঠিত সম্পদ দিয়ে লন্ডনকে গড়ে তোলে। বাংলার সম্পদ নিয়ে বিভিন্ন দেশে কলোনি গড়ে তোলে। নানা রঙ ও নানারূপে বিদেশীরা আবার আমাদের দেশে আসছে।
আমেরিকা যুদ্ধবাজ হিসেবে এখনো পৃথিবীর এক নম্বর দেশ। কিন্তু তার আর্থিক অবস্থা পতনের দিকে। শুনেছি শুধু চীনের কাছেই তার তিন ট্রিলিয়ন ডলার দেনা রয়েছে। এক সময় চীন আর আমেরিকার সম্পর্ক ছিল সাপে-নেউলে। বেশি দিন আগের কথা নয়, যখন চীন নিষিদ্ধ ছিল আমেরিকানদের জন্য। বেইজিং রেডিও ও চীনের মিডিয়া আমেরিকাকে বলত কাগুজে বাঘ। আজ চীনের মাল না হলে আমেরিকার চলে না। চীনের মতো দেশেও এখনো কোটি লোক দরিদ্র রয়ে গেছে। চীন নিজেও এটা স্বীকার করে। এই চীনকেও এখন অস্ত্র প্রতিযোগিতা করতে হচ্ছে। কারণ আমেরিকা চীনের জন্য একটি নিশ্চিত হুমকি। আমেরিকা চীনের বিরুদ্ধে তাইওয়ান, জাপান, ভারত, দণি কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশকে ব্যবহার করতে চায়। ভারত রাশিয়ার সাথে বন্ধুত্বকে শীতল করে আমেরিকাকে বুকে টেনে নিচ্ছে। ভারতেও কোটি লোক প্রতিদিন খেতে পায় না। সে দেশ চীনের সাথে অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। ভারতও পরিচালিত হয় নোংরা ধনের ইশারায়। রাজনীতি ও রাষ্ট্রকে ভারতের ধনীরা দাসে পরিণত করেছে। সেখানে ৩০ কোটি হরিজনকে (ভগবানের সন্তান) মানুষ হিসেবে গণ্য করা হয় না। ভারতের সোয়া শ’ কোটি লোকের ভেতর এক শ’ কোটি লোক দরিদ্র। বাকি ৯০ শতাংশ মধ্যবিত্ত। আর বাকিরা ধনী এবং তাদের ুৎপিপাসু। এমনিতরো ভারত প্রতিবেশী সব দেশকে ভীতসন্ত্রস্ত করে রেখেছে। শ্রীলঙ্কার মতো শান্তশিষ্ট দেশকেও ভারত অশান্ত করে রেখেছে। পাকিস্তানকে তো জন্মের পর থেকেই ভয়ভীতি দেখিয়ে চাপে রেখেছে। ভারতের ভয়কে মোকাবেলা করার জন্যই পাকিস্তান আণবিক বোমা তৈরি করতে বাধ্য হয়েছে। অথচ দরিদ্র দেশ দু’টির কোটি কোটি দরিদ্র মানুষকে মানবিক জীবনদান করার জন্য রাজনীতিক, বুদ্ধিজীবী ও ধনীরা কিছুই করেননি। ভারত ইতোমধ্যেই অস্ত্র কেনা বা আমদানির ব্যাপারে প্রথম স্থান দখল করেছে।
ইউরোপের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সুপ্রাচীন মহাশক্তিধর দেশ গ্রিস দেউলিয়া হয়ে গেছে। কিন্তু সে দেশে বহু ধনী আছেন এখনো যাদের বিত্তের কোনো অভাব নেই। আইসল্যান্ড দেশটিও বিক্রি হওয়ার পথে। কেন এ রকম হচ্ছে তা ভাবার জন্য অর্থনীতিবিদ, রাজনীতিক ও বুদ্ধিজীবীদের সময় এসে গেছে। আমার তো মনে হচ্ছে বিশ্বনীতি রিফর্ম বা সংস্কার করার সময় এসে গেছে। প্রমাণিত হয়ে গেছে, দেশের বেশির ভাগ মানুষকে ভুখা রেখে পুঁজির বিকাশ বা শুধু যুদ্ধ করলে কোনো দেশ টিকবে না। আমরা এক বিশ্বের স্লোগান দেবো আর মানুষ হয়ে মানুষকে শোষণ করব এমন নীতি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমেরিকা আর ইউরোপের নেতারা মানবকল্যাণের স্লোগান দেয়, জাতিসঙ্ঘ তাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, পুঁজিপতিরা সরকারকে ব্ল্যাকমেইল করে, কথায় কথায় বিনা কারণে ভিনদেশকে আক্রমণের হুমকি দেয়। অথচ নিজ দেশের কোটি কোটি ভুখা ও বসতিহীন মানুষের কথা মনে রাখে না। এই নেতারাই গরিব মানুষকে খাদ্য না দিয়ে উদ্বৃত্ত খাদ্য সাগরে ফেলে দেয়। মানুষকে ভুখা রেখে খাদ্য সাগরে ফেলে দেয়া দানবীয় শক্তিরই কাজ। প্রখ্যাত দার্শনিক কার্ল মার্কস দরিদ্র মানুষের মুক্তির জন্য যে কথা বলেছিলেন তা কমিউনিস্ট নেতারা বাস্তবায়ন করতে পারেননি। নেতারা নিজেরাই বিলাসবহুল জীবনযাপন করতেন নিরাপত্তার নামে। সব সম্পদের মালিক রাষ্ট্র , এই স্লোগান দিয়ে সম্পদ সৃষ্টির ব্যাপারে মানুষের জন্মগত আকাক্সাকে পীড়ন করা হয়েছে। ওই চিন্তা ছিল মানুষের প্রকৃতিগত প্রজ্ঞা ও মেধার বিরুদ্ধে। মানুষকে চিরকালের জন্য বাধ্য করা যায় না। গণচীন সঠিক সময়ে নিজেদের গতিপথ পরিবর্তন করেছে। তাই চীন আজ এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি। আমেরিকার সাথে অস্ত্রের প্রতিযোগিতা করতে গিয়ে রাশিয়া মানুষের মৌলিক অধিকারের কথা ভুলে গিয়েছিল।
বাজেট নিয়ে লিখতে গিয়ে গত সপ্তাহে আমি বাংলাদেশের উন্নয়ন দর্শন নিয়ে কিছু কথা বলেছি। আমাদের অর্থনীতি যেভাবে চলছে তাতে গরিব হতদরিদ্র মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। কাগজে-কলমে গরিবের পে কথা বলা আমরা শুনতে পাচ্ছি গত এক শ’ বছর ধরে। রাজনীতি আর ভাঁওতাবাজির জন্য কথাগুলো ঠিক আছে। যদি পাঁচ বছর সংসদ সদস্য থাকলে একটি লোক ধনী হতে পারে তাহলে গরিব মানুষগুলোর ভাগ্য এক শ’ বছরেও পরিবর্তন হচ্ছে না কেন। যদি ব্যবসায়ীরা বছরে ২০-৩০ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয় রাষ্ট্রকে হাত করে সেখানে গরিবের ভাগ্যের পরিবর্তন হবে কোন পথে। রাষ্ট্র, সরকার, সংসদ, বুদ্ধিজীবী ও শিতি মানুষের মগজ ধোলাই করার সময় এসে গেছে। তা না হলে ১৬ কোটি মানুষের ভেতর ১৪ কোটিকে দরিদ্র রেখে দেশের উন্নতি কখনোই হবে না। একইভাবে বিশ্বের সাত শ’ কোটি মানুষের মধ্যে ছয় শ’ কোটি মানুষকে অভুক্ত বা অধিকারহারা রেখে এ বিশ্বের মুক্তি হবে না। তাই আমি বলছি বিশ্বের ছয় শ’ কোটি মানুষই একাট্টা হয়ে একজন দরিদ্রতম ব্যক্তি যার বা যাদের সম্পদ রাষ্ট্র এবং ধনীরা জোর করে নিয়ে নিজেরা ভোগ করছে আর সন্ত্রাসী কায়দায় দরিদ্রদের সন্ত্রস্ত করে রেখেছে। 
লেখক : কবি ও সাংবাদিক
ershadmz40@yahoo.com

শনিবার, ৫ মে, ২০১২

বাজেট কেন এবং কাদের জন্য




॥ এরশাদ মজুমদার ॥

আমি অর্থনীতিবিদ নই। বাজেট প্রণয়নকারী বিশেষজ্ঞও নই। তবে সাংবাদিক হিসেবে দীর্ঘকাল ধরে বাজেট নিয়ে কাজ করেছি। এ ছাড়া দেশের উন্নয়নে আমার নিজস্ব একটি চিন্তা ও ধারণা আছে। আমাদের চলমান বাজেটব্যবস্থা কখনোই দেশের সব মানুষের এক শ’ ভাগ কল্যাণ বা উন্নয়ন সাধন করতে পারবে না। বাজেট রচনা বা প্রণয়নে যারা মাথা ঘামান বা রাতদিন পরিশ্রম করেন, তারা গতানুগতিকভাবেই তা তৈরি করেন। ব্রিটিশ বা পাকিস্তানি আমলের সাথে চলমান বাজেট তৈরির প্রক্রিয়ার কোনো বড় ফারাক নেই। একেবারেই সেকেলে ঘুণেধরা ব্যবস্থা। আমাদের বাজেট প্রণয়ন পদ্ধতি বা ব্যবস্থা না ধনতান্ত্রিক, না সমাজতান্ত্রিক, না ইসলামিক। একটা জগাখিচুড়ি। বর্তমান অর্থমন্ত্রী একজন সাবেক আমলা। তিরিশ বছর বা তারও বেশি সময় পাকিস্তান ও বাংলাদেশ সরকারের খেদমত করেছেন আমলা হিসেবে। পাকিস্তান বা ব্রিটিশ আমলে বহু বাঙালি মুসলমান রাজনীতিক ইচ্ছা করলে বড় আমলা হতে পারতেন। যেমন ধরুন, শেরেবাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্যার খাজা নাজিমুদ্দিন, মৌলবী তমিজউদ্দিন, নূরুল আমিন প্রমুখ। তারা সবাই মেধাবী ছিলেন। কিন্তু আমলা না হয়ে রাজনীতিতে এসেছেন দেশের সেবা করার জন্য।
তৎকালীন পূর্ববাংলা ও বর্তমান বাংলাদেশে জমিদারিব্যবস্থা উচ্ছেদ করা হয়েছে ১৯৫০ সালে মুসলিম লীগ আমলে। সরকারের এই ব্যবস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন বড় বড় জমিদার বাবু, যারা সমাজে প্রগতিশীল বলে পরিচিত ছিলেন। জিন্নাহ সাহেব একবার বলেছিলেন, পাকিস্তানের প্রয়োজন পূর্ববঙ্গের গরিব মুসলমান কৃষকদের মুক্তির জন্য। এর মানে, পূর্ববঙ্গের মুসলমানেরা এত বেশি শোষিত হয়েছে যে, তাদের মুক্তির জন্য পাকিস্তান প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে পড়েছিল। যদিও পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানের শাসকগোষ্ঠী ও পূর্ববঙ্গের মুসলিম লীগ নেতারা সে কথা ভুলে গিয়েছিলেন। জমিদারিব্যবস্থা বাতিল বা উচ্ছেদ করাটা ছিল একটি বিপ্লবী পদপে, যার প্রশংসা করেছিল রাশিয়ার কমিউনিস্ট পার্টি। পূর্ববঙ্গের বেশির ভাগ জমিদারই ছিলেন হিন্দু এবং তারা ছিলেন কলকাতার অধিবাসী। শুনেছি ১৯৫৭ সালে যুক্তফ্রন্ট, যার অন্যতম শরিক ছিল আওয়ামী লীগ, মতায় থাকাকালে জমিদার বাবুরা মুসলিম লীগের ওই বিপ্লবী পদেেপর বিরুদ্ধে মামলা করেছিলেন। এ কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, যুক্তফ্রন্ট গঠনের সময় তাতে যোগ দিয়েছিল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি। জমিদার বাবুদের অনেকেই কংগ্রেস করতেন। মুসলিম লীগ যে এমন একটি বিপ্লবী কাজ করতে পারে, তা কংগ্রেসি জমিদার বাবুরা বিশ্বাস করতে পারেননি। এই মুসলিম লীগই মুসলমান প্রজাদের ঋণের বোঝা থেকে মুক্তি দেয়ার জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেছিল, যা শেরেবাংলা বাস্তবায়ন করেছিলেন। বিষয়টি উল্লেখ করলাম আমাদের নতুন প্রজন্মের জন্য। মুসলিম লীগের মতো একটি দণিপন্থী রাজনৈতিক দলও সাধারণ মানুষের মুক্তির জন্য এমন একটি প্রগতিশীল রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পেরেছিল। বাংলাদেশে এখন মুসলিম লীগ নেই বললেই চলে। তবে আমি নিজেও মনে করি, মুসলিম লীগ কখনোই গণমানুষের রাজনৈতিক দল ছিল না। যদিও মুসলিম লীগকে নির্যাতিত মুসলিম জনসাধারণ সমর্থন দিয়েছিল সময়ের চাহিদার কারণে।
১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে মওলানা ভাসানীর নেতৃত্বে মুসলিম লীগবিরোধী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মওলানা সাহেব বলতেন, আমরা হলাম জনগণের মুসলিম লীগ, আর শুধু মুসলিম লীগ হলো খাজাগজার দল। আওয়ামী মুসলিম লীগে যারা যোগ দিয়েছিলেন তারা সবাই ছিলেন সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ। মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করেছে এই দম্ভেই আত্মহারা ছিল। ফলে ’৫৪ সালের সাধারণ নির্বাচনের আগেই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মওলানা ভাসানী শেরেবাংলা ও সোহরাওয়ার্দীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করলেন, যা মুসলিম লীগকে পূর্ববঙ্গের রাজনীতি থেকে বিদায় দেয়। তারপর মুসলিম লীগ এ দেশের রাজনীতিতে আর ফিরে আসতে পারেনি। রাজনীতি থেকে শেরওয়ানি, চোস্ত পাজামা আর জিন্নাহ টুপি বিদায় নিলো; এলো লুঙ্গি, শার্ট, পাজামা, পাঞ্জাবি। রাজনীতি উকিল-মোক্তার, জমিদার-জোতদার, তালুকদারদের চেম্বার ও কাচারিঘর থেকে বিদায় নিয়ে চলে গেল অতি মধ্যবিত্তের দুয়ারে। এখন রাজনীতি বাংলাদেশের ঘরে ঘরে। বাঙালিরা, বিশেষ করে মধ্যবিত্ত কৃষক ও শ্রমিক শ্রেণী রাজনীতি না করে থাকতে পারে না। এখন রিকশাচলক, ফেরিওয়ালাও সংবিধানের কথা বলে। গ্রাম, আধা শহর ও পুরো শহরে মধ্যবিত্তরা চায়ের কাপে রাজনীতির ঝড় তোলে। দুই টাকার কাগজ না পড়লে তাদের ভাতই হজম হয় না।
বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ৪০ বছর পার হয়ে গেছে। মধ্যবিত্তের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। ’৭২ সালে ব্যাংকের কেরানি বা কার্ক ছিলেন এমন ব্যক্তি এখন ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। আমদানি অফিসের কেরানি এখন পাঁচ হাজার কোটি টাকার শিল্প গ্রুপের মালিক। ’৭২ সালে যেখানে এক কাঠা জমির দাম দুই হাজার টাকা ছিল, তা এখন দুই কোটি টাকা। রাজউক বা ডিআইটি যে জমি পাঁচ হাজার টাকায় বরাদ্দ দিয়েছিল তা এখন এক শ’ কোটি টাকা। সরকারি সহযোগিতা বা অনুকম্পা পেয়ে যারা সরকারি জমি পেয়েছেন তারা রাতারাতি ধনী হয়ে গেছেন। ’৮২ সালে একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে তিন কোটি টাকা লেগেছে উদ্যোক্তাদের। সেই তিন কোটি টাকা জোগাড় করতে ২৫-২৬ জন উদ্যোক্তার প্রয়োজন হয়েছে। এখন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চার শ’ কোটি টাকা লাগবে। অনুমতি পাওয়ার জন্য আরো চার-পাঁচ শ’ কোটি টাকা লাগে বলে শুনেছি। এমন উদ্যোক্তাও আছেন যিনি একাই এক হাজার কোটি টাকা দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। অর্থমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কারণে নতুন ব্যাংকের অনুমতি দেয়া হচ্ছে। যাদের ব্যাংকের লাইসেন্স দেয়া হচ্ছে তারা তা বিক্রি করে হয়তো পাবেন এক শ’ কোটি টাকা। রাজউক এত দিন পর বলছে, এখন থেকে আর জমি বরাদ্দ দেয়া হবে না। এখন মধ্যবিত্তদের ফ্যাট বরাদ্দ দেয়া হবে। জানি না রাজউকের এ ওয়াদা কতটুকু সত্য হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের ভালোবাসার মানুষদের ধনী বানানোর এর চেয়ে সহজ পথ আর কোথায় পাবে।
রাজধানীর চার দিকে এখন নদী দখল চলছে। এই দখলি ব্যবসায় করছেন রাজনৈতিক আশ্রয়ে পরিপুষ্ট শক্তিধর ব্যক্তিরা। গরিব মানুষের জমি দখল করে রাজউক এবং ধনীরা প্লট বানিয়ে বিক্রি করছেন। আপনারা প্রতিদিন খবরের কাগজে ও টিভিতে জমি বিক্রির বিজ্ঞাপন দেখেন। নামমাত্র মূল্যে জমি দখল করে সেই জমি হাজার কোটি টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর চার দিকে এখন শুধু হাউজিংয়ের বিজ্ঞাপন। পত্রিকাওয়ালারাও বেশ খুশি। যত বেশি রঙিন বিজ্ঞাপন তত বেশি টাকা। খুবই আনন্দের খবর। একটা সময় ছিল যখন পত্রিকার প্রথম পাতায় চব্বিশ ইঞ্চির বেশি বিজ্ঞাপন ছাপা হতো না। পাঠকের অধিকার বলেও তো একটি কথা আছে। এখন পাঠকদের সেই অধিকার নেই। সাংবাদিকেরা বলবেন, আমরা শ্রমিক মানুষ, ভালো বেতন পেলেই খুশি। পত্রিকা যদি বেশি বেশি বিজ্ঞাপন না পায়, তাহলে আমাদের অষ্টম ওয়েজবোর্ড দেবে কোত্থেকে। আগেই বলেছি, রাজনীতি এখন মধ্যবিত্তের দুয়ারে। ধনীরা রাজনৈতিক দলগুলোকে ভালোবেসে চুমা খায়। চাওয়া মাত্রই টাকা দেয়। সরকারে থাকলে মাসে পাঁচ শ’ কোটি, আর বিরোধী দলে থাকলে মাসে পঞ্চাশ কোটি। এবার আপনারাই বলুন, বেচারা রাজনৈতিক দলগুলো টাকার এই ভালোবাসাকে কিভাবে উপো করবে। গ্রামগঞ্জে, হাটবাজারে চাঁদাবাজির এই ব্যবস্থা ছড়িয়ে পড়েছে। মতাসীন দলের ইউনিয়ন নেতারও মাসে লাখখানেক টাকা চাঁদা আদায় হয়। যদি কখনো প্রশ্ন করেন, ভাই কেমন আছেন? ভাই উত্তরে বলবেন, বোঝেনই তো দল মতায় থাকলে যা হয়। সারা দিন ব্যস্ত থাকতে হয়। ব্যবসায়-বাণিজ্য কিছু করছেন নাকি? সময় কোথায় বলুন? তা হলে? দল চালাতে হলে তো কিছু চাঁদা নিতেই হয়। জনসাধারণ ভালোবেসেই মাসে মাসে কিছু টাকা দেয়। এ ছাড়া আমাদের ছেলেরাই তো উন্নয়নের কাজ করছে। টেন্ডারগুলো তারাই পায়। বুঝতেই তো পারেন রাজনীতি করতে হলে এসব তো করতে হবে।
রাজধানীর পর্যায়ে চাঁদাবাজির কথা আগেই বলেছি। এ ছাড়া রাজনীতিতে উপরি পাওনা তো আছেই। সুরঞ্জিত বাবুর গল্প তো আপনারা জানতেই পেরেছেন। ওনার ছেলেও ছয় মাস চাকরি করে পাঁচ কোটি টাকা জমা দিয়ে টেলি ব্যবসায় জোগাড় করেছেন। তিনি দুদকে জবানবন্দি দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বন্ধুরা তাকে টাকা দিয়েছেন। সুরঞ্জিত বাবুর ছেলের মতো এ দেশে আরো বহু ছেলে আছে, যাদের বন্ধুরা সরকারি ব্যবসা পাওয়ার জন্য এভাবে টাকা দেয় না। কারণ, তাদের বাবা মন্ত্রী নন। শুনেছি এ জামানায় সংসদ সদস্য হতে নির্বাচনে চার-পাঁচ কোটি টাকা খরচ করতে হয়। মন্ত্রিত্ব পেতেও নিশ্চয়ই টাকা খরচ করতে হয়। দল যদি নির্বাচন করতে হাজার কোটি টাকা খরচ করে, সে টাকা দলনেতা কোথায় পাবেন? বাধ্য হয়েই দলনেতাকে বড় বড় ব্যবসায়ীর কাছে ওয়াদা করতে হয়Ñ মতায় গেলে পুষিয়ে দেবো। পদ্মা সেতুর ঘটনাটা হয়তো তেমনি একটা কিছু। তাই ব্যবসায়ী আবুল সাহেবকে কিছু করা যায়নি। সুরঞ্জিত বাবুর ঘটনাটা একটু ভাবুন। তার ওজারতি গিয়েও যায়নি। তিনি এখন উজিরে খামাখা। এর মানে হলো দপ্তরবিহীন মন্ত্রী। উর্দুতে বলে উজিরে খামাখা। মানে কাজ নেই, নিয়মিত সরকারি তহবিল থেকে টাকা-পয়সা নিয়ে সংসার চালাবেন।
আমাদের দেশের দুর্নীতি সম্পর্কে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) বহু দিন ধরে প্রতিবেদন প্রকাশ করে আসছে। সে প্রতিবেদন আমাদের জন্য মর্যাদার কিছু নয়। এতে বিশ্ববাসীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে যায়। তবে দুর্নীতির বিষয়টি এখন আর কেউ গায়ে মাখে না। সরকারি অফিসের পিয়ন থেকে সচিব-মন্ত্রী পর্যন্ত সবাই পদমর্যাদার খাজনা, সেলামি বা সম্মানী আদায় করেন। ছেলেবেলায় চাপরাশিবাড়ির কথা শুনেছি। এটি একটি সরকারি চাকরি। চাপরাশির চাকরি করে ভদ্রলোক আয়-রোজগার করে সমাজে সম্মান অর্জন করেছিলেন। এমনকি সারা জীবন উমেদারের চাকরি করেও সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছেন এমন লোক ছিল। উমেদার হচ্ছেন, যিনি চাকরির জন্য আবেদন করেছেন, এখনো পাননি। কিন্তু বিনাবেতনে বা বিনেপয়সায় কাজ করছেন বা শিখছেন। উমেদারকেও লোকে খুশি হয়ে দু-চার পয়সা হাতে গুঁজে দিত। এ তো গেল সরকারি অফিসের উপরি লেনদেনের কিসসা। আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন, আগামী বাজেটের সাইজ হবে এক লাখ আশি হাজার কোটি টাকা। সরকারি কর্মচারীরা যদি মাত্র দশ পার্সেন্ট করে উপরি গ্রহণ করেন, তাহলে তার পরিমাণ হবে বছরে ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশে উপরি আদায়ের পরিমাণ বা পার্সেন্টেজ আপনারা নিশ্চয়ই জানেন। আমি তো বলি, দশ পার্সেন্ট হাতখরচ জাতি দিতেই পারে। ছেলেবেলায় শুনেছি, যে বাজার করে সে পান বিড়ির জন্য দু-চার পয়সা রাখত। শুনেছি, করাচিতে বাসাবাড়ির বাঙালি কেয়ারটেকাররা শর্ত দিত, বাজার করার সুযোগ দিতে হবে। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে টিপস দেয়া একটা রেওয়াজে পরিণত হয়েছে। কোনো হোটেলে টিপস বিলের সাথে যোগ করে দেয়া হয়। একসময় এই টিপসকে বখশিশ বলা হতো।
এতণ ধরে আপনাদের কাছে স্বাধীন বাংলাদেশের অর্থনীতির পারিপার্শ্বিক অবস্থার কথা বলেছি। আমার মূল আলোচনা হচ্ছে বাজেট নিয়ে। আমাদের সবার জীবনেই বাজেট আছে। যারা চাকরি করেন তারা বেতন এবং উপরি, বাড়তি বা ঘুষ নিয়ে মাসিক বাজেট করেন। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, জমির ডেভেলপাররা সংসার খরচের জন্য তেমন বাজেট তৈরি করেন না। কারণ তাদের কাছে প্রচুর টাকা থাকে। সে টাকা ব্যাংকের বা ব্যবসায়ের। এ ব্যাপারে মরহুম সাইফুর রহমান সাহেব বলতেন, শিল্প বা ব্যবসায়ের অবস্থা খারাপ। কিন্তু মালিকের অবস্থা খুবই ভালো। তারা পাজেরো বা বিএমডব্লিউতে চড়েন। বড় বড় ভিলা বানান। কর্মচারীর বেতন ঠিক সময় দেন না। একইভাবে সরকারও বাজেট তৈরি করে রাজস্ব আদায়, বিদেশী ঋণ, দেশী ঋণের ওপর নির্ভর করে। ইদানীং বিদেশী ঋণের পরিমাণ অনেক কমে গেছে। পুরনো বিদেশী ঋণ অনেক বাকি পড়ে গেছে। নিয়মিত কিস্তি শোধ হচ্ছে না। চলতি সরকার মনের মাধুরী মিশিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকার চালাচ্ছে। ডিপোজিটের ওপর সুদের হার ঠিক নেই। জনসাধারণ সরকারি প্রতিষ্ঠানে এখন আর সঞ্চয় রাখতে চায় না। এক লাখ আশি হাজার কোটি টাকার বাজেটের মধ্যে সরকারের কর্মচারীর বেতন, রণাবেণ, পেনশনবাবদই খরচ হয় বেশির ভাগ টাকা। এর মানে হচ্ছেÑ এক শ’ টাকার ব্যবসায় চালাতে গিয়ে ম্যানেজারের বেতন দিতে হয় দেড় শ’ টাকা। তাহলেই বুঝতে পারেন, এ ব্যবসায় কত দিন চলবে। সরকারের সাইজও দিন দিন বেড়ে চলেছে। ১-১১-এর সরকারের দিকে একবার নজর দিন। সরকারের বেতনভুক কর্মচারীরাই সরকার দখল করে দুই বছর দেশবাসীকে হেনস্তা করেছেন। এখন তারা দেশত্যাগী হয়েছেন। যাওয়ার সময় গণতন্ত্রের জোব্বা পরিয়ে আওয়ামী লীগকে মতায় বসিয়ে দিয়ে গেছেন। মইনউদ্দিন-ফখরুদ্দীনের কাছ থেকে ২৪০ সিট নিয়ে আওয়ামী লীগ এখন মতায়। বলা যেতে পারে ১-১১-এর সরকারের বৈধ ওয়ারিশ হচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্র আর দেশ রার জন্য এখন আওয়ামী লীগ ও সরকার লড়াই করে যাচ্ছে পুলিশ, বিজিবি আর র‌্যাবের মাধ্যমে। তাই আমরা প্রতিদিন টিভিতে পুলিশ আর র‌্যাবের বক্তৃতা শুনি।
প্রশ্ন হলোÑ বাজেটের বেনিফিট কাদের কাছে পৌঁছে? কারা বেনিফিসিয়ারি তা ইতোমধ্যে আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন। একজন চৌকিদারও এই বাজেটের বেনিফিট পান। পান না শুধু এ দেশের কোটি কোটি সাধারণ কৃষক ও কৃষি উৎপাদক শ্রেণী। এ দেশে কৃষকদের কোনো শক্তিশালী সংগঠন নেই। কৃষক ছাড়া বাকি সবার দরকষাকষির সংগঠন আছে। দেশে লাখ লাখ মানুষ আছেন, যারা কখনো টাকা দেখেন না বা তাদের টাকার (কারেন্সি) প্রয়োজন হয় না। তারা শ্রমের বিনিময়ে চাল পান, দুপুরের খাবার পান। ধানের চাতালে যে সব মা-বোন কাজ করেন, তারা দিনের শেষে মজুরি হিসেবে চাল পান। বর্গা আর প্রান্তিক চাষিদের অবস্থা খুবই শোচনীয়। বড় চাষি বা কৃষক বা জমির মালিকেরা শুধু চাষের ওপর নির্ভর করেন না, তাদের আরো অনেক ব্যবসায় আছে। তাদেরই শিতি ছেলেমেয়েরা চাকরি করেন। তাদের হাতে নগদ অর্থ থাকে। আমাদের অর্থনীতি এখনো কৃষি ও কৃষকদের পে নয়। ফলে সরকারের বা রাজনৈতিক দলগুলোর দর্শন, আদর্শ ও কর্মসূচি কৃষকদের পে নয়। বহু বছর আগে জিয়া সাহেবের আমলে যখন আজিজুল হক সাহেব কৃষি উপদেষ্টা ছিলেন, তখন কৃষি মন্ত্রণালয়ের একটি কমিটি আমাকে প্রশ্ন করেছিলÑ আমি কৃষির পে না কৃষকের প।ে কমিটি আমাকে জানাল, সরকার কৃষি বা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। আপনার কাগজ তো কৃষকদের স্বার্থের জন্য কাজ করছে। আমরা মনে করি আপনি কৃষকদের উসকানি দিচ্ছেন। এই তথ্য থেকেই আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশ সরকারের আদর্শ কী এবং কোন পথে। পাকিস্তানের ২৩ বছর আর বাংলাদেশের ৪০ বছর মিলিয়ে ৬৩ বছর পার হতে চলেছে। কিন্তু কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ফলে দেশের যে উন্নতি ও অগ্রগতি হওয়ার কথা ছিল, তা হয়নি। কৃষকদের সজাগ করার জন্য কাজ করে অনেকেই সরকারি পুরস্কার পান। কৃষি এখনো দেশের ৬০ ভাগ মানুষের কর্মসংস্থান করে। এর মানে হলোÑ কোন পথ অবলম্বন করলে দেশের অর্থনীতি স্বাধীন হবে, সে পথে সরকার ও রাজনৈতিক দলগুলো চলছে না। আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে ধানের দাম একেবারেই পড়ে গেছে। লাভ হবে মিল মালিক ও কৃষিপণ্যে বিনিয়োগকারীদের। শোনা যাচ্ছে, কৃষকেরা এবার সর্বস্বান্ত হবেন। বেশি উৎপাদন একটি মহা আনন্দের খবর হওয়া উচিত ছিল। কিন্তু হয়েছে বেদনার খবর। বেশি ফলন আমাদের কৃষকদের বহুকাল থেকে কষ্ট দিচ্ছে শুধু সরকারের নীতির ফলে। পৃথিবীর বহু দেশ এ সমস্যার সমাধান করেছে কৃষকদের কল্যাণার্থে। সে সব দেশের অর্থনীতিও বিকশিত হয়েছে কৃষকদের সমর্থনে। জাপান পৃথিবীর অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক চাপের মুখেও কৃষি ত্যাগ করেনি। নয়া কৃষিনীতির কারণে জাপানের কৃষকেরা এখন খুবই সুখে আছেন। জাপানের এক শ’ ভাগ কৃষকই এখন আধুনিক শিল্পপণ্যের ভোক্তা। কৃষিতে যত বেশি ভর্তুকি, তত বেশি শিল্পের বিকাশ। জাপান ও ভিয়েতনামের কৃষকেরা এখন সবচেয়ে সম্মানিত নাগরিক। আমাদের দেশের কৃষকদের কোনো সম্মান নেই। কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন। সুতরাং এই বাজেটের সাথে কৃষকদের কোনো সম্পর্ক নেই। চলমান সরকার ও রাজনৈতিকব্যবস্থা কৃষকদের মিত্র নয়। দেশের ষোলো বা পনেরো কোটি মানুষের ভেতর দুই-তিন কোটির সম্পর্ক রয়েছে বাজেটের সাথে। এমন ধরনের বাজেট হাজার বছরেও কৃষকের কল্যাণ বয়ে আনবে না। 
লেখক : কবি ও সাংবাদিক
ershadmz40@yahoo.com